সংবাদ শিরোনাম :
৪৩তম বিসিএস নবযোগদানকৃত সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-
৪৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন আজ ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় এর সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস-উর-রহমান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, চট্টগ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর কমিশনার জনাব ড. মো:জিয়াউদ্দীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা,চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিনসহ বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাগণসহ চট্টগ্রাম বিভাগে ন্যাস্তকৃত ও নবযোগদানকৃত সহকারী কমিশনারগণ।