২ কেজি গাজা সহ গ্রেফতার এক
- আপডেট সময় : ০৯:২৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
অদ্য ১২মার্চ, ২০২৪ রাত অনুমান ০০.৫০ ঘটিকার সময় জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার সহ ০১জন আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার:-
মীরসরাই সার্কেলাধীন জোরারগঞ্জ থানায় কর্মরত এসআই/মোঃ সাহিদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডে রেলগেইট এর অনুমান ২০(বিশ) গজ পূর্ব পাশে তাজমহল হোটেল এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান ও চেক পোষ্ট পরিচালনা করে (১) ০২(দুই) কেজি গাঁজা, যাহার অনুমান মূল্য ৩০,০০০/-(ত্রিশ) হাজার টাকা, (২) ০১(এক)টি লাল রংয়ের নাম্বার বিহীন প্লাটিনা মটর সাইকেল, যাহার ইঞ্জিন নং-PFXRNA44792, চেসিস নং- PSUA76AY8NTH59085, মূল্য অনুমান ৬০,০০০/-(ষাট হাজার) টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ কারা সহ ধৃত আসামী মোঃ হারুন(২৫)কে নিজ হেফাজতে নেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।