২৫ তম ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৩৩৩ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার, রাজশাহী:
আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বাহী, পুরনো ও অতি জনপ্রিয় খেলার নাম ফুটবল খেলা। ঐতিহ্য বাহী এই ফুটবল খেলার ঐতিহ্য ধরে রাখতে দীর্ঘদিন ধরে ফুটবল খেলায় অতুলনীয় অবদান রেখে চলেছেন রাজশাহী জেলার তানোর উপজেলার তানোর পৌরসভার অর্ন্তভুক্ত আমশো সোনালী সংঘ। ঐতিহ্য বাহী ও অতি পুরোনো বিশাল আমশো আমটিয়ারা ফুটবল মাঠে অতি জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরই এই খেলা অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় বিএনপির রাজশাহী- ১ আসনের
(তানোর- গোদাগাড়ী) মরহুম সাবেক সফল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের স্মৃতি চারনে আজ ২৫ তম ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহন করেন। সর্বশেষ প্রতিযোগীতা মূলক লড়াই করে অসাধারণ খেলা দেখিয়ে চাম্পিয়ন হন বুলেট একাদশ এবং রানার আপ হন সিএফসি একাদশ। চাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পান ১৫০ সিসি পালসার মোটর সাইকেল এবং রানার আপ দল পান ১২৫ সিসি মোটরসাইকেল।
উক্ত ফুটবল খেলা দেখতে মাঠের চারিদিকে ফুটবল প্রেমি দর্শক দের উপস্থিতিতে কানায় কানায় ভরপুর ছিল।
উক্ত খেলার আয়োজন করেন এবং গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন বিএনপির তানোর উপজেলার সাবেক ছাত্রদল সভাপতি সক্রিয় তরুণ নেতা জনাব এমএ মালেক। খেলায় আরো অবদান রাখেন বিএনপি নেতা মাস্টার ওবায়দুল, মশিউর রহমান, মাহাবুর রহমান, মাজহারুল ইসলাম রনি প্রমুখ।
আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার আমিনুল হকের আপন ছোট ভাই রাজশাহী -১ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মেজর জেনারেল শরিফ উদ্দিন। উনার সাথে আরো অনেক নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উক্ত মাঠের উন্নয়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ধানের শীষ কে বিজয় করার আহ্বান জানান। আলোচনা শেষে তিনি বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজনে: আমশো সোনালী সংঘ, তানোর, রাজশাহী।



















