হাবিপ্রবি কেন্দ্রে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

- আপডেট সময় : ০৯:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

হায়দার,হাবিপ্রবি প্রতিনিধি :-
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১ ও ২, ড. এম এ ওয়াজেদ ভবন, ড. কুদরত ই খুদা ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, হাবিপ্রবি স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন স্থাপত্য বিভাগের ব্যবহারিক পরীক্ষা (ড্রয়িং) বেলা ৩ টা থেকে ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
‘এ’ ইউনিটের গুচ্ছ পদ্ধতির হাবিপ্রবি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৬১৬ জন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩.২২ শতাংশ।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।
পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আজকের পরীক্ষায় উপস্থিতির হার শতকরা প্রায় ৯৩. ২২ ভাগ। তিনি বলেন, প্রতিটি ভবন আমি ঘুরে দেখেছি, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গুচ্ছ পদ্ধতির কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা অবর্ণনীয় দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মেডিকেল কলেজ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে।