হাবিপ্রবিতে বহুমুখী কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী

- আপডেট সময় : ০৩:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৩০০ বার পড়া হয়েছে

হায়দার,হাবিপ্রবি প্রতিনিধি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সারা দিন ব্যাপী পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম শুভ জন্ম বার্ষিকী ৷ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি ৷
রবিবার (১৭ই মার্চ ) সূর্য উদয়ের সাথে সাথে হাবিপ্রবিতে পতাকা উত্তোলন এর মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা ৷ সকাল ৯:৩০ এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্প অর্পণ শেষে হাবিপ্রবি টিএসসিভবনে সকাল ১০ টায় শিশুদের জন্য আয়োজন করেন চিত্র অঙ্কন প্রতিযোগীতা ৷ এছাড়াও থাকে ১০:৩০ এ শিশুদের যেমন খুশি তেমন সাঁজো শীর্ষক প্রতিযোগীতার আয়োজন ৷ এরপর প্রতিযোগীতায় অংশরত শিশুদের পুরষ্কার বিতরণ করা হয় ৷
বাদ যোহর হাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সকল সদস্যদের প্রতি দোয়ার আয়োজন করা হয় ৷
সর্বশেষে ৫:৩০ এ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করার মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠানটি ৷
অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। ক্রমান্বয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হাবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাগণের বিভিন্ন সংগঠন, হাবিপ্রবি ছাত্রলীগ -এর নেতৃবৃন্দ, কর্মচারী সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এছাড়াও গত ১৬ ই মার্চ থেকে ১৮ই মার্চ পর্যন্ত বর্ণাঢ্য আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়েছে সম্পুর্ণ ক্যাম্পাস ৷