হাবিপ্রবিতে ফুড এন্ড প্রসেস ইন্জিনিয়ারিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
হায়দার স্টাফ রিপোর্টার:-
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড প্রসেস ইন্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ইফতার ও দোয়া মাহ্ফিল আয়োজিত হয়েছে ৷
বৃহস্পতিবার (২১ই মার্চ) হাবিপ্রবি প্রকৌশলী অনুষদের একাডেমিক ভবনে অনুষ্ঠান টি আয়োজন করা হয় ৷ ইফতার ও দোয়া অনুষ্ঠান টি আয়োজন করেন উক্ত বিভাগের ১৯তম ও ২০ তম ব্যাছের শিক্ষার্থীরা ৷
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফুড প্রসেস এন্ড প্রিজার্ভেশন বিভাগের সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন ও সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মমিন শেখ ৷
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোজাফফর হোসেন আয়োজক শিক্ষার্থীদের ধন্যবাদ দিয়ে বলেন , প্রতি বছর রমজান মাস এলেই আমাদের বিভাগের শিক্ষার্থীরা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন ৷ এটা আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করে ৷
আগামীতে আরো বড়সড় আয়োজন করার এবং সকল শিক্ষক ও শিক্ষার্থীদের র্অংশগ্রহণের বিষয়ে আহ্বান করেন ৷
অনুষ্ঠানে উপস্থিত ফুড এন্ড প্রসেস ইন্জিনিয়ারিং বিভাগের ২২ তম ব্যাছের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন ,প্রতিবছরের ন্যায় এবারও আমরা ফুন্ড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ছাত্ররা আমাদের শিক্ষকদের সাথে সম্মিলিত ইফতার মাহফিলে একত্রিত হয়েছি।
এভাবে সব ব্যাচের ভাইয়া- আপুদের সাথে ইফতার করতে পেরে ভালো লেগেছে।আজকের আয়োজন অনেক ভালো ছিল।ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় বড় ভাই এবং শিক্ষকদের।
ভবিষ্যতে আমরা জুনিয়ররা এর ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য রমজান মাস এলেই প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে ৷ এটি বিশ্ববিদ্যালয়ের একটি ধর্মীয় সংস্কৃতির চর্চার অন্যতম একটি অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে ৷