হাবিপ্রবিতে ধর্ষনকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ১০:২১:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

হায়দার, হাবিপ্রবি প্রতিনিধি:-
সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ।
আজ রবিবার সন্ধা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ডাকে সারা দিয়ে আন্দোলনে অংশ গ্রহণ করে হাজার হাজার শিক্ষার্থী । এ সময় তুমি কে আমি কে হাছিনা হাছিনা, একটা দুইটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর সহ প্রমুখ স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সন্ধা সাতটায় বিভিন্ন বিভাগ থেকে প্রধান ফটকের সামনে দলে দলে জড়ো হতে থাকে সাধারন শিক্ষার্থীরা । পরে সাড়ে সাতটার দিকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর সামনে পৌঁছালে নারী শিক্ষার্থীরা হল থেকে দলে দলে বের হয়ে মিছিলে যোগদান করেন। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা দিনাজপুর মহাসড়কে অবস্থান করে।