ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেড়ে নিল ১ কৃষকের লক্ষ টাকার স্বপ্ন ঢাকা সাভার আশুলিয়ায় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আটক ২ আমদানি-রপ্তানি বন্ধ হলে ভারতও ক্ষতিগ্রস্থ হবে—- সাতক্ষীরায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত মাদক সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্ত চুয়াডাঙ্গা ভিমরুল্লার চঞ্চলসহ ৩জন গ্রেফতার হারুয়ালছড়ি বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত বন্য খেজুর থেকে ভিনেগার: বাকৃবির গবেষণা যে কারণে বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের দুঃসময়ের বন্ধু হিসেবে স্বীকৃত – স্বরাষ্ট্র উপদেষ্টা নিউজ ৭১ অনলাইন পোর্টালে”প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আশাশুনির হাঁড়িভাঙ্গা বাজারে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

হাবিপ্রবিতে দুই দিন ব্যাপী কৃষি অলিম্পিয়াডের শেষ পর্ব সমাপ্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

হাবিপ্রবিতে দুই দিন ব্যাপী কৃষি অলিম্পিয়াডের শেষ পর্ব সমাপ্ত

স্টাফ রিপোর্টার

কৃষিপ্রধান আমাদের দেশকে আরো সমৃদ্ধ করতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে IAAS (International Asociation of Agriculture & related Science) কতৃক ২ দিনব্যাপি Regional Agri-Environmental Olympiad-2024 অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ মার্চ ২০২৪) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তির অডিটরিয়াম ১ এ আয়োজন করা হয় রিজিওনাল এগ্রি এনভাইরোনমেন্টাল অলিম্পিয়াড। ২ দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে অংশ গ্রহন করেছেন দিনাজপুর এর বিভিন্ন স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষর্থীরা ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি এর উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান
। এছাড়া উপস্থিত ছিলেন ভেটেরিনারি ও এনিমেল সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. উম্মে সালমা, প্রফেসর ড. মো: মাহাবুব হোসেইন (ডিরেক্টর, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডভাইজরি ডিভিশন), মোঃ মাহাদি হাসান তুষার (রিজিওনাল এক্সটার্নাল রিলেশন কো-অর্ডিনেটর ইয়াস এশিয়া পেসিফিক) এবং আরো অনেকে।
অনুষ্ঠানটিতে স্পনসার হিসেবে ছিলেন নেদারল্যান্ডের একটি সিড কম্পানি রিজ্ক জাওয়ান ।

মো: মাহিদুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০টায় অনুষ্ঠান টি শুরু হয় । দ্বিতীয় দিনের ইভেন্ট হিসেবে ছিল ইয়াস প্রেজেন্টেশন,
ওয়ার্কশপ সেশন, আইস ব্রেকিং , অতিথিদের দেয়া বক্তব্য , শিক্ষর্থীদের ক্রিয়েটিভিটি বৃদ্ধির জন্য আলোচনা এভাবে সেশন টিকে নানারকম ইভেন্টে বিভক্ত করা হয়।
উক্ত প্রোগ্রামে মাহাদি হাসান তুষার সভাপতি বক্তব্যে লিডারশিপ ও তার গুণাবলি নিয়ে কথা বলেন। তিনি বলেন,” একজন ভালো লিডার কখনো হারতে পারেন না, তিনি হারলেও আবার নতুন করে দাঁড়িয়ে শুরু করেন। ক্রিয়েটিভ থিংকিং টাইম মেনেজমেন্ট , সহ কিছু গুরুত্বপুর্ন টপিক নিয়ে শিক্ষর্থীদের মাঝে আলোচনা করেন।

IAAS এসিয়া পেসিফিক এর আমন্তরিত অতিথি বলেন “আমি বিগত নয় বছর থেকে কৃষি ও কৃষির সাথে সমৃক্ত বিজ্ঞান নিয়ে বাংলাদেশের সাথে কাজ করছি। তিনি আরো জানিয়েছেন এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে কাজের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্ছাস তাকে বেশি বিমোহিত করছে ।”
অংশ গ্রহন কৃত শিক্ষার্থীদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন শুভ বলেছেন ” ইয়াস এর সকল প্রোগ্রাম আমি অংশ গ্রহন করি , এ ধরনের অনুষ্ঠান আমাদের সফ্ট স্কিল বৃদ্ধিতে সহযোগিতা করে । সামনের দিনে আরো ভালো উদ্যোগে গ্রহন করার আমন্ত্রণ জানাই ”
অলিম্পিয়াডে অংশ গ্রহনকৃত স্কুল শিক্ষার্থী তামান্না ইয়াসমিন বলেন , এরকম প্রতিযোগিতা মুলক আয়োজনে অংশ নিতে পেরে আমার ভালো লাগছে ৷ আমি যদিও কোনো ইভেন্টে জয় লাভ করতে পারি নাই কিন্তু তবুও কোনো খারাপ লাগতেছে না ৷ আগামী বছর আরো ভালো করে চেষ্টা করবো ৷ অনুষ্ঠানের শেষ লগ্নে হাবিপ্রবি সহকারী সোহরাব হোসেন বলেন
” ইয়াস বাংলাদেশের প্রোগ্রামগুলো খুবই ইফেক্টিভ। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এমন প্রোগ্রামে আরঁ বেশি অংশগ্রহন করবে এমন আশাই ব্যক্ত করি।”

সর্বশেষ অলিম্পিয়াডে অংশ গ্রহনরত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাবিপ্রবিতে দুই দিন ব্যাপী কৃষি অলিম্পিয়াডের শেষ পর্ব সমাপ্ত

আপডেট সময় : ০৬:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

হাবিপ্রবিতে দুই দিন ব্যাপী কৃষি অলিম্পিয়াডের শেষ পর্ব সমাপ্ত

স্টাফ রিপোর্টার

কৃষিপ্রধান আমাদের দেশকে আরো সমৃদ্ধ করতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে IAAS (International Asociation of Agriculture & related Science) কতৃক ২ দিনব্যাপি Regional Agri-Environmental Olympiad-2024 অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ মার্চ ২০২৪) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তির অডিটরিয়াম ১ এ আয়োজন করা হয় রিজিওনাল এগ্রি এনভাইরোনমেন্টাল অলিম্পিয়াড। ২ দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে অংশ গ্রহন করেছেন দিনাজপুর এর বিভিন্ন স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষর্থীরা ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি এর উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান
। এছাড়া উপস্থিত ছিলেন ভেটেরিনারি ও এনিমেল সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. উম্মে সালমা, প্রফেসর ড. মো: মাহাবুব হোসেইন (ডিরেক্টর, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডভাইজরি ডিভিশন), মোঃ মাহাদি হাসান তুষার (রিজিওনাল এক্সটার্নাল রিলেশন কো-অর্ডিনেটর ইয়াস এশিয়া পেসিফিক) এবং আরো অনেকে।
অনুষ্ঠানটিতে স্পনসার হিসেবে ছিলেন নেদারল্যান্ডের একটি সিড কম্পানি রিজ্ক জাওয়ান ।

মো: মাহিদুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০টায় অনুষ্ঠান টি শুরু হয় । দ্বিতীয় দিনের ইভেন্ট হিসেবে ছিল ইয়াস প্রেজেন্টেশন,
ওয়ার্কশপ সেশন, আইস ব্রেকিং , অতিথিদের দেয়া বক্তব্য , শিক্ষর্থীদের ক্রিয়েটিভিটি বৃদ্ধির জন্য আলোচনা এভাবে সেশন টিকে নানারকম ইভেন্টে বিভক্ত করা হয়।
উক্ত প্রোগ্রামে মাহাদি হাসান তুষার সভাপতি বক্তব্যে লিডারশিপ ও তার গুণাবলি নিয়ে কথা বলেন। তিনি বলেন,” একজন ভালো লিডার কখনো হারতে পারেন না, তিনি হারলেও আবার নতুন করে দাঁড়িয়ে শুরু করেন। ক্রিয়েটিভ থিংকিং টাইম মেনেজমেন্ট , সহ কিছু গুরুত্বপুর্ন টপিক নিয়ে শিক্ষর্থীদের মাঝে আলোচনা করেন।

IAAS এসিয়া পেসিফিক এর আমন্তরিত অতিথি বলেন “আমি বিগত নয় বছর থেকে কৃষি ও কৃষির সাথে সমৃক্ত বিজ্ঞান নিয়ে বাংলাদেশের সাথে কাজ করছি। তিনি আরো জানিয়েছেন এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে কাজের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্ছাস তাকে বেশি বিমোহিত করছে ।”
অংশ গ্রহন কৃত শিক্ষার্থীদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন শুভ বলেছেন ” ইয়াস এর সকল প্রোগ্রাম আমি অংশ গ্রহন করি , এ ধরনের অনুষ্ঠান আমাদের সফ্ট স্কিল বৃদ্ধিতে সহযোগিতা করে । সামনের দিনে আরো ভালো উদ্যোগে গ্রহন করার আমন্ত্রণ জানাই ”
অলিম্পিয়াডে অংশ গ্রহনকৃত স্কুল শিক্ষার্থী তামান্না ইয়াসমিন বলেন , এরকম প্রতিযোগিতা মুলক আয়োজনে অংশ নিতে পেরে আমার ভালো লাগছে ৷ আমি যদিও কোনো ইভেন্টে জয় লাভ করতে পারি নাই কিন্তু তবুও কোনো খারাপ লাগতেছে না ৷ আগামী বছর আরো ভালো করে চেষ্টা করবো ৷ অনুষ্ঠানের শেষ লগ্নে হাবিপ্রবি সহকারী সোহরাব হোসেন বলেন
” ইয়াস বাংলাদেশের প্রোগ্রামগুলো খুবই ইফেক্টিভ। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এমন প্রোগ্রামে আরঁ বেশি অংশগ্রহন করবে এমন আশাই ব্যক্ত করি।”

সর্বশেষ অলিম্পিয়াডে অংশ গ্রহনরত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা ।