হাবিপ্রবিতে গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
হাবিপ্রবিতে গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত ৷
স্টাফ রিপোর্টার:-
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ বাঙ্গালী জাতির ধর্মীয় সংস্কৃতি ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদ স্বরুপ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণ ইফতারের আয়োজন করেন ৷
মঙ্গলবার (১২ মার্চ ) বিকেল ৫ টায় হাবিপ্রবি টিএসসি ভবনের সামনে এবং মেয়েদের জন্য ভিতরে বসার ব্যাবস্থা করেন৷ সাধারন কিছু শশিক্ষার্থীর পক্ষ থেকে এ ইফতার অনুষ্ঠান আয়োজন করেন ৷
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী দের মধ্যে থেকে একজন কুরআন তেলওয়াত মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম ৷ তাৎক্ষণিক দুই এক জন পরিবেশন করেন গজল ও সঙ্গিত ৷ এর দোয়া ও খাবার পরিবেশন এর মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠান টি৷
উপস্থিত শিক্ষার্থীর মধ্যে থেকে একজন বলেন বাঙালির চিরায়ত মুসলিম সংস্কৃতি রমজান, সেহেরি ও ইফতার। এই সংস্কৃতি ও ধর্মীয় রীতির উপর হস্তক্ষেপ কখনও কাম্য নয়।
উল্লেখ গত ১১ই মার্চ শাবিপ্রবি ও নোবিপ্রবি অফিসিয়াল ওয়েব সাইটে বিতর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন যেখানে ইফতার নিষিদ্ধ করার বিষয় উল্লেখ ছিল ৷