হরিপুরে স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫

- আপডেট সময় : ০৫:২১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী, হরিপুর প্রতিবেদকঃ”পার করেছি আঠারো পেরিয়ে যাবো পাহাড়ও” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলপ) ঠাকুরগাঁও কর্তৃক আয়োজিত স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই কিশোরীদের ফুল দিয়ে বরণ করা হয়।
সোমবার (২৯ শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১:০০ টায় দশটি গ্রামের স্বপ্নসারথী কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নমূলক সেশনে নিজের জীবন সম্পর্কে সচেতন ও নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়া বদ্ধপরিকর এবং তারা বাংলাদেশের সুনাগরিক হিসেবে পদার্পণ করেছেন। তাদের ধৈর্য্য ও সাহসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে এই প্রত্যাশায়। নিজেরা বাল্য বিয়ে মুক্ত এবং নিজেদের সহপাঠী ও বান্ধবী সবাইকে সচেতন করেন। উপস্থিত ছিলেন ব্র্যাকের টেকনিক্যাল (সেলপ) ডেপুটি অফিসার মো. ইলিয়াস সরকার, সঞ্চালনায় ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার( সেলপ) মো. সাইফুল ইসলাম, হরিপুর ঠাকুরগাঁও।
অনুষ্ঠানে ১৮ বছর উর্ধ্বে ৩১ জন কিশোরী উপস্থিত ছিলেন। উপস্থিত কিশোরীদেরকে ব্র্যাক কর্তৃক সনদপত্র ও ব্র্যাকের লোগোযুক্ত একটি করে মগ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপহার হিসেবে প্রদান করা হয়।