হরিপুরে পরিসংখ্যান দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ।
- আপডেট সময় : ১০:১৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে
হরিপুরে পরিসংখ্যান দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ।
গোলাম রব্বানী
“স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার হরিপুরে উপজেলা প্রশাসন, ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়,হরিপুর-ঠাকুরগাঁও এর যৌথ আয়োজনে সকাল ১১:০০ ঘটিকায় জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উপলক্ষে হরিপুর উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,মো, আরিফুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর-ঠাকুরগাঁও।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি।
আরও উপস্থিত ছিলেন হরিপুর থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম।মো, রায়হানুল হক মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার হরিপুর ঠাকুরগাঁও।
মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা হরিপুর – ঠাকুরগাঁও।
মোছাঃ হোসনেআরা খাতুন আনসার ভিডিবি কর্মকর্তাসহ গ্রাম পুলিশের সদস্যগণ, হরিপুর-ঠাকুরগাঁও।
আর ও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।