হরিপুরে তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

- আপডেট সময় : ০৩:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধিঃ
”এসো দেশ বদলায় পৃথিবী বদলায়” এ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী)সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা চত্বর থেকে র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে শুরু হয় পরিষ্কার- পরিচ্ছন্নতা কর্মসূচি। এতে অংশগ্রহণ করেন মো. আরিফুজ্জামান-উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া মন্ডল- অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নাফ-উপজেলা প্রকৌশলী, মো. রুবেল হোসেন-উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হানুল হক মিয়া-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্রছাত্রীগণ।
পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে জাকারিয়া মন্ডল (ওসি) বলেন বিশেষ করে অপচলশীল উপাদান যেমন প্লাস্টিক, চিপসের প্যাকেট,রাবার জাতীয় জিনিস আমাদের পরিবেশ নোংরা করে।তাই এ সমস্ত অপ্রয়োজনীয় জিনিস পরিষ্কার করে পরিবেশ রক্ষায় আমাদেরকে অগ্ৰনী ভুমিকা পালন হবে।