হরিপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:২৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধিঃ হরিপুর উপজেলা রাইজিং শুক্রবার (২৭শে ডিসেম্বর/২০২৪) বিকাল ৩:০০ ঘটিকায় হরিপুর উপজেলায় ইউএনওর সভাকক্ষে জাতীয় নাগরিক কমিটি আহ্বানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মর্তুজা সেলিম কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক কমিটি। আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোন রাজনৈতিক ও ধর্মীয় প্ল্যাটফর্ম নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য গোলাম মর্তুজা সেলিম। তিনি আরও বলেন উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতাই জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের লিডারশিপ তৈরির কাজ করবে।