হরিপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা র্যালি ও দোয়া অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী/হরিপুর ঠাকুরগাঁওঃ কেক কাটার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা জানুয়ারি ২০২৫) বিএনপি’র দলীর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. আবুল হাসান ডন, সভাপতি হরিপুর উপজেলা ছাত্রদল এবং সঞ্চালনায় ছিলেন মো. শাহরিয়ার প্রিয়ম, সাধারণ সম্পাদক হরিপুর উপজেলা ছাত্রদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেড.মর্তূজা চৌধুরী তুলার পক্ষে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো.আবু সালেহ সহ-সভাপতি হরিপুর উপজেলা বিএনপি।
মো.আতাউর রহমান মংলা সাবেক ইউপি চেয়ারম্যান ও সহ-সভাপতি উপজেলা বিএনপি মো. আবু তাহের সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মো. ইব্রাহিম সাংগঠনিক সম্পাদক,মো. শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোছা. শাবানা পারভীন, সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল, মো. নাসিম সরকার- ছাত্র বিষয়ক সম্পাদক মো. রাকিব হাসান রিয়াদ সাবেক ছাত্রদল আহবায়ক, হরিপুর উপজেলা বিএনপি প্রমুখ উপস্থিত ছিলেন ।
আলোচনা শেষে দলীয় কার্যালয় হতে র্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি’র নেতৃত্বাধীন যারা মৃত্যুবরণ করেছেন ও জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।