হরিপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন
- আপডেট সময় : ০২:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-০২ আসনের ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়নের জন্য হরিপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে হরিপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন উপজেলা বিএনপি’র কার্য্যালয় হতে মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলীতে ঘন্টাব্যাপী আলোচনায় শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন অংশগ্রহণে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন, বিএনপি’র সহ-সভাপতি ও ৫নং হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ডিলার, ১নং গেদুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, হরিপুর ইউনিয়ন পরিষদের বিএনপির সভাপতি আব্দুল হামিদ মিলারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত উপজেলা বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন, বলেন “দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। জনগণ আজ পরিবর্তন চায়, দেশবিরোধী অপশক্তিকে রুখতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রামে গিয়ে মানুষের মন জয় করতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। তাই নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে সংগঠিত থেকে ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”


















