হরিপুরে আন্তর্জাতিক মে ও সেফটি দিবস-২০২৫ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী(বিএসসি)হরিপুর প্রতিনিধিঃ- শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ,দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ” স্লোগানে শ্রমিক ইউনিয়ন নেতাদেন নেতৃত্বে ও উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণে মুখোরিত হয়ে উঠেছিলো ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা।র্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা শুরু হয়।
বৃহস্পতিবার ১মে/২০২৫ ইং সকাল সাড়ে ১০:০০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে হরিপুর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন,বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন, ট্রাক ট্যাংলরী কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন,মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন আলোচনা সভার আয়োজন করেন। সেই সাথে এই দিনটিকে বিভিন্ন পেশার শ্রমিক কর্মচারী কর্মকর্তা প্রতি বছরে ন্যায় এবারও বিভিন্ন আয়োজনে পালন করেন ।
সাধারন শ্রমিকরা তাদের ন্যায্য পারিশ্রমিক এবং কাজের স্বাধীনতার জন্য এই দিবসটি পালন করে থাকে। এই মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে উপজেলার দোকান-পাট বানিজ্য প্রতিষ্ঠান বন্ধ রাখেন। শুধু মাত্র জরুরি সেবাসমূহ প্রতিষ্ঠান খোলা ছিল।
আলোচনা সভায় আবু সামা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন , আলহাজ্জ মো.আবু তাহের,সা.সম্পাদক, উপজেলা বিএনপি মো. রফিকুল ইসলাম চেয়ারম্যান ৫নং হরিপুর সদর ইউনিয়ন, বেলাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মাজেদুর রহমান সাজু, এ্যাডভোকেট মো. নুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।শ্রমিকদের উপর শারিরিক মানসিক সকল ধরনের অন্যায় অত্যাচার না করে তাদের মুল পারিশ্রমিক সময় মত পরিশোধ করার কথা তুলে ধরা হয় বক্তব্যে। প্রতি বছর এই দিনটি আরো দৃঢ় মনোবল নিয়ে পালন করার অঙ্গীকার পেশ করেন শ্রমিকেরা। সকল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আরও অনেকেই । বক্তারা বলেন, ১৩৮ বছর আগে শ্রমিকরা তাদের বেতন ভাতা নিয়ে যে আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজও থামেনি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হয়নি।
তারা বলেন, এখনও কারখানায় শ্রমিকদের ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। ছোট ছোট কারখানাগুলো অতিরিক্ত সময় কাজ করায় কিন্তু পারিশ্রমিক দেয় না।এ সময় বক্তারা শ্রমিকদের নানা ধরনের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।
আরও উপস্থিত ছিলেন সকল শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যগন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আকতার জামিল, সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল উপজেলা বিএনপি।