হরিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবার পেল টিন ও অর্থ
- আপডেট সময় : ০৭:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলার বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারকে সরকারের পক্ষ থেকে ১ বান্ডিল টিন ও ৩০০০ (তিন) হাজার টাকার চেক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ।
বুধবার (৮ই অক্টোবর) সকাল ১১ টায় হরিপুর উপজেলা পরিষদের সামনে টিন ও চেক বিতরণ করা হয়েছে।
হরিপুর উপজেলার সরকারের পক্ষ হতে যারা
এই অনুদান পেলেন তারা হলেনঃ
৬নং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের টেংরিয়া ভূতডাঙ্গী গ্রামের আব্দুল কাদেরের পুত্র মো. কামাল হোসেন,ঐ গ্ৰামের মৃত দবির উদ্দিনের স্ত্রী মোছা. ফিরোজা বেগম, মৃত বেপারু মোহাম্মদের পুত্র মো. আব্দুল কাদের, রামপুর গ্ৰামের মো. সলফদ্দিনের পুত্র মো. মন্টু, চাপাসার ঘাটিয়াল গ্রামের মৃত আমীর বকসের পুত্র মো. আব্দুল কাদের।
৫নং হরিপুর সদর ইউনিয়ন পরিষদের মিনাপুর গ্রামের শামসুদ্দীনের পুত্র মো. সাহেব আলী, খোলড়া গ্রামের মো. রিয়াজুল ইসলামের স্ত্রী মোছা. গুলসানা, পশ্চিম তোররা গ্রামের মো. সোলেমানের পুত্র মো. জুহুরুল, হরিপুর গ্রামের মো. আব্দুল মতিনের পুত্র মো. সারোয়ার হোসেন।
৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের রণহট্টা গ্রামের মো. মোখলেসুরের স্ত্রী মোছা. আলেমা খাতুন দামোল গ্রামের মো. আতাবুর হকের পুত্র মো. জহুরুল হক ।
৩নং বকুয়া ইউনিয়ন পরিষদের মানিকখাড়ি গ্রামের মো. রেজাউল হকের পুত্র মো. বেলাল হোসেন,ঐ গ্ৰামের মৃত সামাদ আলীর পুত্র মো. রহিম উদ্দিন, তাতীহাট গ্রামের মৃত ধাওশা চন্দ্রের পুত্র শ্রী কঠু।
২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের জামুন গ্রামের মৃত শামসুল হকের পুত্র মো. মানিক,ঐ গ্ৰামের মো. মানিকের স্ত্রী মোছা. আনসারী আক্তার, নন্দগাঁও গ্রামের মৃত বিসত্রের পুত্র গোপাল রায় ।
১নং গেদুড়া ইউনিয়ন পরিষদের মারাধার গ্রামের মো. এমাজদ্দিনের পুত্র মো. নেকবর আলী।
বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ) (পিআইও) সামিয়েল মার্ডি, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব ও রফিকুল ইসলাম ডিলার, জামায়াত ইসলামী বাংলাদেশ হরিপুর উপজেলা শাখার সেক্রেটারি রমিজ উদ্দিন আহমেদ, গণ অধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন, সমবায় অফিসার সোহানুজ্জামান ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারের সদস্যরা । উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ বলেন হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারকে সরকারের পক্ষ থেকে এক বান্ডিল টিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হলো। টিন ও টাকা পেয়ে খুশি হয়ে এক ব্যক্তি বলেন তিন মাস পূর্বে তার বাড়িঘর আগুনে পুড়ে যায় আজকে সরকারের পক্ষ থেকে অনুদান পেয়ে তিনি খুবই খুশি অনুভব করছেন এই টিন ও টাকা দিয়ে তিনি আবার বাড়িঘর তুললে পারবেন এমনটাই বলেছেন তিনি।




















