হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় টিটন মিয়া নামে একজন নিহত

- আপডেট সময় : ১০:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় টিটন মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের সুতাং বাইপাস সড়কের নূরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত টিটন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীরগাঁও গ্রামের কদ্দুস মিয়ার ছেলে। তিনি প্রাণ-আরএফএলে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে নূরপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি টিটন মিয়াকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে সদর হাসপাতালের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে টিটন মিয়া মারা যান।
ওসি এ টি এম মাহমুদুল হক জানান, গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আহত টিটন মিয়া মারা যান। এ ব্যাপারে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।