হজ্বের সময় এবার মক্কায় প্রচণ্ড গরম থাকতে পারে

- আপডেট সময় : ০২:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হলো হজ্ব। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য জীবনে একবার হলেও হজ্ব করা ফরজ বা অত্যাবশ্যকীয় কাজ। এ বছর হজ শুরু হতে যাচ্ছে ১৪ জুন শুক্রবার। অর্থাৎ এ সপ্তাহের শেষে শুরু হয়ে যাবে হজ্ব মৌসুমের চূড়ান্ত সময়। এ বছর হজ্বযাত্রীরা বেশ কয়েকটি চ্যালেঞ্জর মুখোমুখি হতে পারেন। যার মধ্যে অন্যতম হলো ‘তাপমাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধি ।এমন একসতর্কতা জারি করেছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল্লাহিল বলেছেন, “উচ্চ তাপমাত্রা হজ্বযাত্রীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে,সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে এবার হজ্বের সময় মক্কা ও পবিত্র স্থানগুলোর তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া কেন্দ্র সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও দিয়েছে। তারা বলেছে, হজ্বের সময় মক্কার তাপমাত্রা ৪৪ ডিগ্রি হতে পারে। আর তাপমাত্রা গরম থেকে অতি গরম থাকতে পারে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হজ্বযাত্রীদের অবশ্যই তাদের দেওয়া নির্দেশনা মানতে হবে। যেমন— সরাসরি সূর্যের হাত থেকে বাঁচতে ছাতা ব্যবহার করা, পর্যাপ্ত পানি পান করা। অজ্ঞান হওয়া এবং গরমের ক্লান্তি দূর করতে মাঝে মাঝে বিশ্রাম নেওয়া।
হজ্বের সময় এবার হজ্বযাত্রীরা হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতা দিয়েছে। আর হিটস্ট্রোকের মতো একটি জরুরি অবস্থায় আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা স্থানে এনে পর্যাপ্ত তরল জাতীয় খাবার খাওয়াতে হয়। হিটস্ট্রোক থেকে বাঁচতে সরাসরি রোদে না যেতে, ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে হজ্বযাত্রীদের।