স্বাধীনতার মাসে সলংগা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীমের হাতে নিজ দলীয় নেতা বীর মুক্তিযোদ্ধা লাঞ্চিত
- আপডেট সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার অধীন সলংগা থানা বিএনপি আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে ২৪ শে মার্চ রবিবার বিকালে সলংগা থানা বিএনপির নেতা মারুফ হাসান খোকনের বাসার সামনে প্রস্তুতি সভার আয়োজন করে। উক্ত সভায় সলংগা থানা বিএনপির সাধারণ সম্পাদক রাজাকার পুত্র আব্দুল আলীম ও তার আপন ভাই আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমানকে ধাক্কা দিয়ে সভাস্থল থেকে বের করে দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে লাঞ্চিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে । স্বাধীনতার মাসে এমন ন্যাক্কারজনক ঘটনায় দলীয় নেতাকর্মী সহ এলাকার সাধারণ জনগনের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। উল্লেখ্য প্রস্তুতি সভায় থানা বিএনপির সভাপতি মতিউর রহমান, মারুফ হাসান খোকন,শাজাহান, সোলাইমান সহ কিছু সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন কিন্তু ইউনিয়ন বিএনপির নেতারা,থানা বিএনপির অনেক নেতা অনুপস্থিত ছিলেন। আলোচনা সভায় হঠাৎ করেই থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমানকে বলেন আপনি মিয়া কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের প্রচার সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব পদে থাকার পরও কেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক হবেন। আপনি জেলা বিএনপি কর্তৃক কমিটি নিয়ে আসছেন, কয়দিন হলো বিএনপি করেন, এরকম বিভিন্ন প্রশ্নের মধ্যেই এই ন্যাক্কার জনক ঘটনার সুত্রপাত। এব্যাপারে মুঠোফোনে বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এঘটনায় মর্মাহত ও লজ্জিত। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নিকট অভিযোগ জানিয়েছেন বলে জানান। এঘটনায় সলংগা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীমের সাথে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।