স্ত্রীর হাতে স্বামী খুন!
- আপডেট সময় : ০৯:০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
স্ত্রীর হাতে স্বামী খুন!
পটুয়াখালী শহরে বিয়ের ছয় মাস পরে স্ত্রীর হাতে দায়ের কোপে স্বামী রাকিব( ২৭) নিহত হয়েছে।
১ মার্চ ২০২৪ ইং, শুক্রবার রাত ৮ টার দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ডে কলাতলা তৃতীয় লেনে আকন বাড়ি ভাড়া বাসা থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বামী হত্যা কারি স্ত্রী মীম (২০) থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
ঘটনা সূত্রে জানা যায়, রাকিব ও মীম মাদক ব্যবসা করত , মাদকাসিক্তসহ প্রতিনিয়ত স্বামী-স্ত্রী বেকারত্ব দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এতে রাকিবের মা রাগ করে বাবার বাড়ি চলে যায়।
মীম, সদর উপজেলা ইটবাড়ীয়া ইউনিয়ন দুর্গাপুর গ্রামের মোঃ জুয়েলের কন্যা। রাকিব মিমকে ভালোবেসে বিয়ে করেন।
নিহত রাকিব ভোলা লালমোহন উপজেলার ফুলবাগিচা গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র। নজরুল ইসলাম পটুয়াখালীতে ভাড়াবাসায় নিয়ে বারলাইব্রেরীর সামনে দীর্ঘদিন যাবত ঔষধের হকারি পেশা করে আসছে।
পুলিশ জানায়, মীম থানা এসে খুনের স্বীকারোক্তি ।দিছ।স্বীকারোক্তি দিলেও এর পিছনে অন্য কোনো কারন থাকতে পারে। মীমকে আদালতে পাঠানো হবে ও মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।