সোমা মুখলেছ মডেল স্কুল এন্ড কলেজে ২য় বার্ষিক ক্রীড়া, বিচিত্রা ও নাট্যানুষ্ঠান

- আপডেট সময় : ০৬:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

মোঃ মিলন মিয়া
স্টাফ রিপোর্টার বাংলাদেশ:-
সুস্থ দেহে সুন্দর মন তবে হবে জ্ঞান অর্জন এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে সোমা মুখলেছ মডেল স্কুল এন্ড কলেজে ২য় বার্ষিক ক্রীড়া, বিচিত্রা ও নাট্যানুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ও রোববার দুই দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত এর পর জাতীয় সংগীত, জাতীয় শপথ,ক্রীড়া শপথ,কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, বিচিত্রা ও নাট্যানুষ্ঠান এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয়ের অবঃ সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু। প্রধান আলোচক মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মহম্মদ হাসান আল মামুন।
শুভ উদ্বোধন করেন সোমা মুখলেছ মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোখলেছুর রহমান সোনা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর খালেদ মাসুদ সোহেল তালুকদার। মিলন বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল হাসান দেওয়ান, প্রথম শ্রেণীর ঠিকাদার রফিকুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় প্রধান শিক্ষক আব্দুস সাত্তার আনসারী। ক্রীড়া পরিচালনায় অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক কবীর হোসেন ও সহকারী শিক্ষক ইব্রাহিম ইউসুফ । নাট্যানুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা। এ সময় শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী সহ দর্শক মন্ডলী উপস্থিত ছিলেন।