সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে তানযীমুল মিল্লাত দাখিল মাদরাসার শিক্ষা সফর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
“সোনারগাঁওয়ে তানযীমুল মিল্লাত দাখিল মাদরাসার শিক্ষা সফর”
স্টাফ রিপোর্টার
মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামে অবস্থিত তানযীমুল মিল্লাত দাখিল মাদরাসার বাৎসরিক শিক্ষা সফর উপলক্ষে গতকাল ৯ মার্চ রোজ শনিবার প্রায় ৮০ জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন সোনারগাঁও ভ্রমণ করে। সেখানে তাজমহল, মদনপুর বারাকাহ হসপিটাল, জাদুঘর ও পানামনগরসহ উল্লেখযোগ্য স্হান সমূহ পরিদর্শন করেন। সেই সাথে শিক্ষার্থীদের মেধা বিকাশে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।উক্ত শিক্ষা সফরে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাও:মো:ওবায়দুল্লাহ, শিক্ষাক মাও: আব্দুল্লাহ,আবদুল মু’হ মিন,সাইদুল ইসলাম, লোকমান হোসেন ও মাদরাসা ওমর ইবনুল খাত্তাব (রা:) এর প্রিন্সিপাল শাইখ হা: আ: সবুর খানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।