সংবাদ শিরোনাম :
সুবিধাবাদী

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা।
সুবিধাবাদী
শেখ তিতুমীর আকাশ
নিজের স্বার্থ সবাই বুঝি
অন্যের স্বার্থ বুঝি না
নিজের ভালো চোখে দেখি
অন্যের ভালো খুঁজি না।
নিজের হাসির রাশি ভালো
অন্যের হাসি ভালো না
নিজের ঘরের আলো বেশি
অন্যের ঘরে আলো না।
নিজের কর্মে নিজেই খুশি
অন্যের কর্মে খুশি না
নিজের কথা পাকাপোক্ত
অন্যের কথা পুষি না।
নিজের বাবা নামীদামি
অন্যের বাবা দামী না
নিজের জনের মায়া বেশি
অন্যের মায়া মানি না।