সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহিংসতা: ৫ আইনজীবী রিমান্ডে।
- আপডেট সময় : ০২:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহিংসতা: ৫ আইনজীবী রিমান্ডে।
স্টাফ রিপোর্টার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে হট্টগোলের ঘটনায় শাহবাগ থানায় হওয়া মামলায় এজাহারভুক্ত ৫ আইনজীবীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত পাঁচ আইনজীবীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ আদেশ দেন। এর আগে, আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
পাঁচ আইনজীবী হলেন- অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল, অ্যাডভোকেট এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান চৌধুরী। তাদেরকে রাজধানীর বনানীসহ বিভিন্ন জায়গা থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়।
গত ৬ মার্চ সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। পরদিন বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোট শেষ হয়। এরপর গণনা নিয়ে হট্টগোল ও মারধরে ঘটনায় আটকে যায় নির্বাচনের ফল।
এ ঘটনায় শুক্রবার রাতে সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ বাদী হয়ে ২০ জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন। এছাড়া মামলায় ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।