সুনামগঞ্জ ছাতকে নিরাপত্তাহীনতায় কানাডা প্রবাসীর স্ত্রী সুমি বেগম,থানায় জিডি
- আপডেট সময় : ১২:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের,বিশেষ প্রতিনিধি; সুনামগঞ্জ:সুনামগঞ্জের ছাতকে কানাডা প্রবাসীর স্ত্রী সুমি বেগম নিজের ও সন্তানের নিরাপত্তার জন্য থানায় একটি জিডি করেছেন। গত ২০.০৮. ২০২৫ ইং তারিখ ছাতক থানায় সুমি বেগম (৩২) নামের এ গৃহবধু থানায় জিডি করেন। জিড়ি নং ৯৩৯, জিডি ট্র্যাকিং নং IGAHYC.
সুমি বেগম উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরমাধব গ্রামের
মোহাম্মদ আব্দুল হাই’র স্ত্রী। মোহাম্মদ আব্দুল হাই দীর্ঘদিন ধরে কানাডা প্রবাসে রয়েছেন। মোহাম্মদ আব্দুল হাই ও সুমি বেগম দম্পতির মো. আফনান নামের ৫ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
সম্প্রতি সুমি বেগমের মোবাইল নাম্বারে (০১৩৩- ৩৫২৮৪৫৩) অজ্ঞাতনামা লোকজন, অজ্ঞাত স্থান থেকে তাকে এবং তার শিশু সন্তানকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। বিগত ০৯.০৮.২০২৫ ইং তারিখ অজ্ঞাতনামা ব্যাক্তিরা প্রাণ নাশের হুমকিসহ তার স্বামীকে মিথ্যা মামলা-মোকদ্দমায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিয়েছে।
+ ৮৮০৩৩০২১৪৪৫১৩৬ নাম্বারের একটি মোবাইল ফোন দিয়ে গত ১৭.০৮.২৫ ইং তারিখ রাত ১০.২৪ ঘটিকার সময় সুমি বেগমের মোবাইলে ফোন দিয়ে হুমকি দেয়া হয়েছে। এ সময় হুমকিদাতারা বলেছে তার স্বামী মোহাম্মদ আব্দুল হাই দেশে আসার পর তাকে প্রাণে মারা হবে। সুমি বেগম ও তার পুত্র মো.আফনান-কে হত্যা ও হয়রানির হুমকি দেয়া হয়েছে।
এতে একমাত্র শিশু সন্তান, তার স্বামী ও পরিবার নিয়ে চরম
নিরাপত্তাহীনতায় ভুগছেন চরমাধব গ্রামের সুমি বেগম। তিনি জানান, নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য থানায় একটি জিডি করেছেন।
























