সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাচনে লড়ছেন চার জন চেয়ারম্যান পদপ্রার্থী

- আপডেট সময় : ০৩:১৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার :-
শাল্লায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন প্রার্থী। তাদের মধ্যে সাবেক ২জন উপজেলা পরিষদ চেয়ারম্যানও রয়েছেন। এরমধ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাশ মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকারও মনোনয়নপত্র দাখিল করেছেন।
অন্য ২জনের মধ্যে রয়েছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ ও জাগ্রত হাওর উন্নয়ন ফোরাম নামের আঞ্চলিক একটি সংগঠনের সভাপতি এস. এম শামীম। জানা যায়, প্রত্যেক প্রার্থীই অনলাইনের মাধ্যমে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা বরাবরে মনোনয়ন জমা দিয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪জন। তাদের মধ্যে রয়েছেন সর্বরী মজুমদার, আলপিনা আক্তার, মর্তুজা আক্তার ও ছায়ামণি আক্তার।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করছেন ৯জন। তারা হলেন-অরিন্দম চৌধুরী অপু,হাজিরুল ইসলাম আজহার, প্রদীপ দাস, ফেণি ভূষণ সরকার, আব্দুল মজিদ, সাইফুর রহমান, শেখ শহীদুল ইসলাম, বিষ্ণুপদ দাস ও কালীপদ রায়।
এবিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহ মোহাম্মদ এনামুল কবির বলেন আজ (১৫এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৮মে শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনকে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। শাল্লা উপজেলা বিএনপির সভাপতি দলীয় পরিচয় উল্লেখ করেছেন কিনা জানতে চাইলে- প্রত্যেকেই সতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার এনামুল কবির।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯১হাজার, ৩শ’ ২৭। এরমধ্যে ৪৬হাজার, ৯শ’ ৭৯জন পুরুষ ভোটার। নারী ভোটার রয়েছে ৪৬হাজার, ১শ’ ৪৮জন। উপজেলার ৩৭টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।