সুনামগঞ্জের শাল্লায় দু’গ্রুপের সংঘর্ষ আহত ১৭/১৮জন

- আপডেট সময় : ০৪:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের,সুনামগঞ্জ দিরাই’শাল্লা প্রতিনিধিঃ-
(সুনামগঞ্জ)জেলার শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার সকালে ওই গ্রামের আফজল মিয়া(৪৮)ওজুবায়ের আহমেদ ডালিম (৪৭) গ্রুপের মধ্য আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পূর্বশত্রুতার জেরধরে বিস্তারের আধিপত্য প্রভাবের জন্য গত একমাস যাবৎ টানটান উত্তেজনা ভাব বিরাজ করছে বল জানিয়েছে স্হানীয়রা।
গত শনিবার প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা ইউনিয়নের শ্রীহাইল গ্রামের আফজল মিয়া ও জুবায়ের আহমেদ ডালিম এর মধ্যে দীর্ঘদিন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিলো।
এর জের ধরে দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পরে এবং হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছ।
শনিবার সকালে আফজল মিয়া গ্রুপ ডালিম গ্রুপের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে ডালিম গ্রুপ ঠিকতে না পেরে গ্রাম ছেড়ে যেতে বাধ্য হয়। এই সুযোগে আফজল মিয়ার গ্রুপ ডালিম গ্রুপের বেশকয়েটি টি বাড়িঘর ভাংচুর করে।
উল্লেখ ডালিম গ্রুপের লোকজন গত ২৬ ফেব্রুয়ারী বুধবার আফজল গরুপের বাড়িঘরে তাদের অনুউপস্থিতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে, নগদ অর্থ ও বিভিন্ন মালামাল নিয়ে যায়।
এর পর আফজল গরুপের লোকজন সংগঠিত হয়ে ডালিম গ্রুপের বাড়িঘরে হামলা চালায়।
শাল্লা থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে ওসি তদন্তসহ পুলিশের একটি টিম এবং সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ওসি জানান, এ ঘঠনায় আফজলের চাচাত ভাই চান মিয়া বাদি হয়ে ডালিমকে প্রধান আসামি করে মোট ১১৬ জনের বিরুদ্ধে শাল্লা থানায় মামলা দায়ের করেন।