সিরাজগঞ্জ সলঙ্গায় ৩০ বছরের বসতবাড়ি ভেঙে দেয়ার অভিযোগ ভুক্তভোগীর
- আপডেট সময় : ০২:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ সলঙ্গায় ৩০ বছরের বসতবাড়ি ভেঙে দেয়ার অভিযোগ ভুক্তভোগীর।
স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জ জেলার সলংগা ইউনিয়নের তেলকুপি গ্রামে ৩০ বছরের বসত ঘর ভেঙে দিল।
সলংগা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তেলকুপি গ্রামের ইউনুস আলী দীর্ঘ ৩০ বছর ধরে বসত ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। কিন্তু প্রতিবেশী কিছু লোকজন তার বসত ঘর ভেঙে দিছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে কথা হয় প্রতিবেশী এক লোকের সাথে তিনি জানান,এই ইউনুস আলী দীর্ঘ দিন যাবত সরকারি রাস্তার উপর অবৈধ ভাবে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলো। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, এ্যাসিলান্ড,ইউনিয়ন চেয়ারম্যান সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ বারবার বলার পরও ইউনুস আলী ঘর না ভাঙ্গলে আজ সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোখলেছুর রহমান কয়েকজন গ্রাম পুলিশ পাঠিয়ে দেন। গ্রাম পুলিশরা প্রতিবেশীদের হুকুম দেন ঘর ভাঙ্গার। হুকুম পেয়ে প্রতিবেশী উকিল, রফিকুল, লতিফ,সিয়াম সহ অনেকে কুড়াল, খোন্তা ও শাবল দিয়ে ঘর ভেঙে ফেলে। এব্যাপারে কথা হয় ভুক্তভোগী পরিবার ইউনুস আলীর স্ত্রীর সাথে, তিনি জানান এভাবে জোড় করে আমার বসত ঘর ভেঙে দিল ওরা,বাড়িতে কোন পুরুষ ছিলনা। বসত ঘর ভেঙে দেওয়ার সময় ঘরের মধ্যে সাতদিনের শিশু বাচ্চা ছিল ও প্রতিবন্ধী এক ছিল। প্রতিবন্ধী মেয়েটি ভয়ে, আতঙ্কে চিৎকার করতে থাকে বলে অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ শুনে কথা হয় ইউনিয়ন পরিষদের (চেয়ারম্যান) মোখলেছুর রহমান তালুকদারের সাথে, তিনি জানান উপজেলা নির্বাহী অফিসারের আদেশে সরকারি রাস্তার উপরে ঘর ভেঙে ফেলার নির্দেশ পেয়েছি। এব্যাপারে তার বক্তব্য নিতে চাইলে তিনি অস্বীকৃতি জানান এবং উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলতে বলেন।