সিরাজগঞ্জে ৩০০ বোতল ফেনসিডিল সহ দুজন মাদক বিলাসী আটক

- আপডেট সময় : ০৭:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জ জেলা দুর্নীতি ও মাদক মুক্ত, সিরাজগঞ্জ গড়ার লক্ষে সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন।
উক্ত অভিযানে সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে সিরাজগঞ্জ থানাধীন ১০নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর গ্রামস্থ মিয়াবাড়ী মার্কেটের সামনে কড্ডার মোড় হতে সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর ধৃত মাদক কারবারি ১। মোঃ জাহাদ আলী(২৫) পিতা-মোঃ তমিজ উদ্দিন, মাতা-মোছাঃ আসেদা বেগম ও ২। মোঃ শফিক ইসলাম(২১) পিতা-মোঃ আহাদ আলী, মাতা-মোছাঃ ছবিরন বেগম, উভয় সাং-ভেন্ডাবাড়ি, ইউপি-চাপানীর হাট, থানা-ডিমলা, জেলা-নীলফামারীদ্বয়ের বহনকৃত পিকআপটি তল্লাশী চালিয়ে সর্বমোট ৩০০(তিনশত) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য উদ্ধার অভিযান শেষে, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।