সিএমপি’র অভিযানে থানার লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র গুলি’সহ আটক ১

- আপডেট সময় : ০৩:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ:-
সিএমপি’র পাহাড়তলী থানার বিশেষ অভিযানে থানার লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ০১(এক) আসামী গ্রেফতার প্রসঙ্গে।
২৬ জুন (বৃহস্পতিবার) রাত ৯টায় থানাধীন সিডিএ মার্কেটের সামনে ডিটি রোড এলাকা হতে আসামি মিনহাজ উদ্দিন @ নূর নবী সাগর (২৩),কে আটক করে। রাস্তায় একজনকে সন্দেহে পুলিশ তাকে থামাতে বললে দৌড়ে পালানোর চেষ্টাকালে অফিসার ও ফোর্স তাকে ধৃত করে।
পুলিশ সূত্রে জানা যায়, পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন খান সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় রাত্রীকালীন অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাত, ছিনতাকারী ও চাঁদাবাজ গ্রেফতারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচানাকালে আসামিকে আটক করে।
জিজ্ঞাসাবাদে আসামির পিতা- মোঃ জসিম উদ্দিন দুলাল, মাতা- পারভীন বেগম, স্থায়ী-গ্রাম- মিরুখালী রোড (মিরুখালী, গাজী বাড়ী, দক্ষিণ মিরুখালী ইউপি, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর, বর্তমান- জোলাপাড়া এলাভেন ক্লাবের পাশে, বড়াই কলোনী, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম মর্মে জানান। ধৃত আসামী একেক সময় একেক রকম কথাবার্তা বলতে থাকে।
আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্বীকার করে যে, তার নিকট ০১টি বিদেশী রিভলবার ও গুলি আছে। যা সে পাহাড়তলী থানাধীন উত্তর পাহাড়তলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের অভিভাবক বসার পরিত্যক্ত ছাউনীর পাকা বেঞ্চের নিচে ময়লার মধ্যে লুকিয়ে রেখেছে।
স্বীকারোক্তিতেে অস্ত্র-গুলি উদ্ধারের রাত ১১টায় উত্তর পাহাড়তলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পশ্চিম কোণে পরিত্যক্ত গার্ডিয়ান ছাউনীর পাকা বেঞ্চের নিচে থাকা ময়লার স্তুপ হতে একটি বাজারের ব্যাগের ভিতর লাল কাপড়ে মোড়ানো অবস্থায় (1) ০১ (এক)টি বিদেশী রিভলবার, যার আড়াআড়িভাবে দৈর্ঘ্য ২৭ সেঃমিঃ, এক পাশে ইংরেজীতে MADE IN USA ও বাটের নিচের অংশে 374016 লেখা আছে এবং উক্ত রিভলবারের ম্যাগাজিনের ভিতর লোড করা (ii) ০৬(ছয়) রাউন্ড গুলি, যার প্রতিটি গুলির পারক্যাপশন ক্যাপে 9MM লিখা পেয়ে উদ্ধার করেন।
জিজ্ঞাসাবাদে জানায়, উক্ত অস্ত্র-গুলি গত ০৫ আগষ্ট ২০২৪ খ্রি. তারিখ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ, থানা ভাংচুর, অগ্নিসংযোগ ও থানা লুটপাটকারী কাছ থেকে সংগ্রহ করেছে এবং পরবর্তীতে সে বিভিন্ন সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য উক্ত অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে। দীর্ঘদিন ধরে আসামী ও তার অজ্ঞাতনামা সহযোগী আসামীরা উক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করে পাহাড়তলী থানা এলাকাসহ নগরীর বিভিন্ন থানা এলাকায় অন্ধকার নির্জন স্থানে চলাচলরত পথচারী, অটোরিক্সা চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।
এছাড়াও থানাধীন টোল রোড এলাকায় দিয়ে বিদেশ গমনাগমন যাত্রী, পতেঙ্গা সমূদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর হতে আগত বিভিন্ন লরি, ট্রাক, কাভার্ড ভ্যানের গতিবিধি লক্ষ্য করে আসামীদের হেফাজতে থাকা অস্ত্র-গুলি ও ছোরার ভয় দেখিয়ে তাদের নিকট থাকা বিভিন্ন পণ্য, নগদ টাকা, মূল্যবান জিনিস পত্র হাতিয়ে নেয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মিনহাজ উদ্দিন @ নূর নবী সাগর (২৩) এর বিরুদ্ধে সিএমপি’র পাহাড়তলী থানার মামলা নং-১২, তারিখ-২৭/০৬/২০২৫ইং, ধারা- The Arms Act-1878 এর 19A মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিএমপির পাহাড়তলী থানায় ডাকাতি ,ডাকাতি প্রস্তুতি, অস্ত্র ও মাদক সংক্রান্তে পূর্বের ১১টি মামলা রয়েছে।