ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে আশায় জাতীয় বীর: ডা. শফিকুর রহমানের মন্তব্য

নিজেস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী,স্টাফ রিপোর্টার সাভার ঢাকাঃ-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা কারো দয়ার পাত্র হয়ে বাঁচবেনা, আশাকরি তারা আমাদের জাতীয় বীর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পূর্নবাসন কেন্দ্রে (সিআরপি) গুলিবিদ্ধ চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।এসময় তিনি বলেন, আমরা চাই একটি মানবিক বাংলাদেশ। যেখানে মানবতার বিপর্যয় সেখানেই আমরা গিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। আজকের আসাটাও এ কারণে। আমরা আমাদের পক্ষ থেকে সামান্য একটি উপহার কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি। আমার মতো আরও লোকেরা আসবেন তারাও সহানুভূতির দেখাবেন তারাও অংশগ্রহণ করবেন। এতে তাদের পুনর্বাসন কাজটা আরও ভালো হবে।

তিনি আরো বলেন, বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন আমরা চাই না তারা কারো দয়ার পাত্র হয়ে থাক। তারা সুস্থ হয়ে নিজেরাই কাজ করে খাবেন। আয়বর্ধনমূলক কিছু করুক, তাদের একটা পুনর্বাসন হোক। আমরা তাদের সম্মানের অনেক উঁচু জায়গায় দেখতে চাই। তারা আমাদের জাতীয় বীর। প্রিয় বাংলাদেশের উপর আল্লাহ তায়ালা শান্তির ফয়সালা দান করুণ, সমস্ত বিপর্যয় দূর করে দিন। আগামীতে এমন সরকার এমন শাসন আমাদের দেশে আসুক, যাতে প্রত্যেকটি নাগরিক শান্তি নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারে।
এসময় অন্যান্যদের মধ্যে জামায়াতের ঢাকা জেলা উত্তরের আমির মাওলানা আফজাল হোসেন, নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, জেলা সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, রাজনীতি বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার ও ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর সভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহতদের ৫৭ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন সাভারের সিআরপিতে। তাদের মধ্যে স্পাইনাল কর্ডে গুলিবিদ্ধ ৬ জনের অবস্থা গুরুতর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

সাভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে আশায় জাতীয় বীর: ডা. শফিকুর রহমানের মন্তব্য

আপডেট সময় : ০২:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

রাজ রোস্তম আলী,স্টাফ রিপোর্টার সাভার ঢাকাঃ-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা কারো দয়ার পাত্র হয়ে বাঁচবেনা, আশাকরি তারা আমাদের জাতীয় বীর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পূর্নবাসন কেন্দ্রে (সিআরপি) গুলিবিদ্ধ চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।এসময় তিনি বলেন, আমরা চাই একটি মানবিক বাংলাদেশ। যেখানে মানবতার বিপর্যয় সেখানেই আমরা গিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। আজকের আসাটাও এ কারণে। আমরা আমাদের পক্ষ থেকে সামান্য একটি উপহার কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি। আমার মতো আরও লোকেরা আসবেন তারাও সহানুভূতির দেখাবেন তারাও অংশগ্রহণ করবেন। এতে তাদের পুনর্বাসন কাজটা আরও ভালো হবে।

তিনি আরো বলেন, বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন আমরা চাই না তারা কারো দয়ার পাত্র হয়ে থাক। তারা সুস্থ হয়ে নিজেরাই কাজ করে খাবেন। আয়বর্ধনমূলক কিছু করুক, তাদের একটা পুনর্বাসন হোক। আমরা তাদের সম্মানের অনেক উঁচু জায়গায় দেখতে চাই। তারা আমাদের জাতীয় বীর। প্রিয় বাংলাদেশের উপর আল্লাহ তায়ালা শান্তির ফয়সালা দান করুণ, সমস্ত বিপর্যয় দূর করে দিন। আগামীতে এমন সরকার এমন শাসন আমাদের দেশে আসুক, যাতে প্রত্যেকটি নাগরিক শান্তি নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারে।
এসময় অন্যান্যদের মধ্যে জামায়াতের ঢাকা জেলা উত্তরের আমির মাওলানা আফজাল হোসেন, নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, জেলা সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, রাজনীতি বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার ও ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর সভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহতদের ৫৭ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন সাভারের সিআরপিতে। তাদের মধ্যে স্পাইনাল কর্ডে গুলিবিদ্ধ ৬ জনের অবস্থা গুরুতর।