সাভার উপজেলা পরিষদ কর্তৃক নবনির্বাচিত এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম কে গন সংবর্ধনা
- আপডেট সময় : ০৩:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
আজ তারিখ ২৬ ফ্রেব্রুয়ারি ২০২৪ইং রোজ শুক্রবার বিকেলে ৩ ঘটিকায় সাভার উপজেলা পরিষদ মাঠে পাঙ্গনে নবনির্বাচিত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম কে গন সংবর্ধনা প্রদান করেন সাভার উপজেলা পরিষদ। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ফেরদৌস ওয়াহিদ , জাতীয় স্বন্ পদক প্রাপ্ত ৫ বারের পাথালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ পারভেজ দেওয়ান, ঢাক জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মোঃ ইমতিয়াজ উদ্দিন দেওয়ান সহ, সাভার উপজেলার সকল জনপ্রতিনিধি, পৌরসভার কাউন্সিলার , সাভার উপজেলা আওয়ামীলীগ, সাভার পৌর আওয়ামীলীগ, সাভার থানা আওয়ামীলীগ, আশুলিয়া থানা আওয়ামীলীগ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ, ও যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল আলম রাজিব।
এসময় সকলে নবনির্বাচিত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এর সাথে ঐক্য বদ্ধ হয়ে উন্নয়ন মডেল শহর ও সাভার, আশুলিয়া আওয়ামীলীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে কাজ করার ঐক্য মত পোষণ করেন।
এসময় নবনির্বাচিত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম সাভার, আশুলিয়া কে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দস্যুদের কে সতর্ক করে দেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কে জিরো টলারেন্স থাকার জন্য আহ্বান জানান। একই সঙ্গে সাভার ও আশুলিয়া কে মডেল উপর শহরের রুপান্তরিত করতে কাজ করছেন এবং সামনেও তা চলমান থাকবে বলে জানান।