সাভারে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

- আপডেট সময় : ০৮:২৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

সাভারে দেয়াল চাপায় শিশুর মৃত্যু
সাভারে দেয়াল চাপা পড়ে ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে সাভার পৌর এলাকার নামা গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুতে ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুটির বাবা জহির উদ্দিন বলেন, নামা গেন্ডা এলাকায় মারকাযুল ইলমি ওয়াদ দাওয়াহ মাদরাসার বহুতল ভবনের নির্মাণাধীন কাজ ভেকু দিয়ে কাজ করছিল চালক । চালক দেয়ালটি ভেঙে ফেলার সময় ৪ বছরের শিশু রোহানের উপর দেয়াল পড়ে যায়। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে ভেকু চালক পলাতক রয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত আব্দুর রাশিদ বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে সাভার ও আশুলিয়া থেকে আরও ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।