সংবাদ শিরোনাম :
সাবেক এমপি রনজিত রায় ও স্ত্রী-সন্তানদের স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর:-যশোর-৪ আসনের সাবেক এমপি রনজিত কুমার রায় ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক সাজিদ উর রোমান এ আবেদন করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এতে রনজিত কুমার রায়, তার স্ত্রী নিয়তি রানী রায়, তাদের সন্তান রাজীব কুমার রায় ও সজিব কুমার রায়ের নামে থাকা চারটি ফ্ল্যাট, দুটি বাড়ি, ৬০টি দোকানসহ ৭৯ দশমিক ৬২ বিঘা জমি ও ১৩৭টি ব্যাংক হিসাব থাকা দুই কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৬৬৭ টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত।