সাবিনা মারিয়ারা নতুন জার্সিতেও দুর্বার ১৯ গোল

- আপডেট সময় : ০৮:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :-
নারী লিগে বসুন্ধরা কিংসকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করানো সাবিনা-মারিয়া-শামসুন্নাহারদের নতুন ঠিকানা নাসরিন স্পোর্টস একাডেমি। শনিবার কমলাপুর স্টেডিয়াম শুরু হওয়া লিগে আজ (সোমবার) নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হলো সাবিনাদের।
আগের মতোই দুর্বার জাতীয় দলের খেলোয়াড়রা। গত লিগে এক ম্যাচে ১৯-০ গোলে জিতেছিল সাবিনাদের বসুন্ধরা কিংস। নাসরিন স্পোর্টস একাডেমির জার্সিতে প্রথম ম্যাচেই ১৯-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মারিয়া মান্ডারা।
জামালপুর কাচারিপাড়া একাদশের পিপক্ষে নাসরিস স্পোর্টস একাডেমি শুরু থেকে ঝড় তোলে। চারটি করে গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার জুনিয়র। সানজিদা আক্তার, মাসুরা পারভীন ও মাতসুসিমা সুমাইয়া দুটি করে গোল করেছেন। একটি গোল করেছেন মারজিয়া আক্তার।
৩ মিনিটে মাসুরা পারভীনের গোলে উদযাপন শুরু করে নাসরিন স্পোর্টস একাডেমি। ৯২ মিনিটে শামসুন্নাহার জুনিয়র নিজের শেষ ও দলের ১৯ তম গোলটি করেন।