সাপে কেটেছিল, বাঁচানো যেত—এন্টিভেনোম না থাকায় মৃত্যু

- আপডেট সময় : ০৪:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:-
মানিকগঞ্জে সাপের কামড়ে মুন্নি আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে সরকারি হাসপাতালে এন্টিভেনোম না থাকা। স্বজনদের অভিযোগ, সময়মতো প্রতিষেধক পেলে হয়তো বেঁচে যেত মুন্নি।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা চরপাড়া গ্রামে সাপে কামড় দেয় মুন্নিকে। দ্রুত তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলেও সেখানকার চিকিৎসকরা জানান, হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক নেই। পরে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, অভিযোগ রয়েছে সেখানেও এন্টিভেনোমের কোনো ব্যবস্থা ছিল না।
ঢাকায় নেওয়ার পথে রাত ৮টা ৩০ মিনিটে সাভারের নয়াডিঙ্গী এলাকায় মুন্নির মৃত্যু হয়।
মুন্নির চাচা এরশাদ বলেন, “সদর হাসপাতালে নেয়ার সময় ওর জ্ঞান ছিল, এমনকি মেডিকেল কলেজে নেয়ার পরও সে বেঁচে ছিল। কিন্তু দুইটি সরকারি হাসপাতালে এন্টিভেনোম না থাকার কারণে আমরা মুন্নিকে হারালাম। এটা সরকারি স্বাস্থ্যব্যবস্থার চরম ব্যর্থতা।”
মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, “আমরা অনেক আগেই এন্টিভেনোম চেয়ে চাহিদাপত্র পাঠিয়েছি, তবে এখনো আসেনি। সাধারণত সাপে কামড়ানো রোগীদের উপসর্গভিত্তিক চিকিৎসা দিয়ে থাকি। শিশুটির মৃত্যুর বিষয়টি আমি আগামীকাল হাসপাতালে গিয়ে খতিয়ে দেখব।”
স্থানীয়রা বলছেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে এন্টিভেনোম সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে। দ্রুত সরকারি পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে মুন্নির পরিবার।