স্টাফ রিপোটার:-
সাদুল্লাপুর থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ রাসেল (৩১), ও জাকিরুল (২১) নামের ২ মাদক কারবারি গ্রেফতার। রোববার
(২৪ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৪টায় উপজেলার রংপুর- ঢাকাগামী মহাসড়কের একবারপুর এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি কালে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত
রাসেল লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বানিয়াটারি পাঠিকাপাড়া গ্রামের মৃত পরবেশ আলী পুত্র ও জাকিরুল একই উপজেলার
কেতকিবাড়ী গ্রামের মৃত খতিব মিয়ার পুত্র।
থানা সুত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ, কে.এম আজমিরুজ্জামান এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সফিকুল ইসলাম, এসআই আব্দুল গোফফার মিয়া, এএসআই মোস্তাকিমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একবারপুর গ্রামের সজিব ইট ভাটার পূর্ব পার্শ্বে রংপুর- ঢাকাগামী মহাসড়কে সৈয়দপুর-রাজশাহীগামী সামির পরিবহন যাত্রীবাহী বাস (রেজিঃ নং-নাটোর-ব-১১-০০৬৩) তল্লাশি কালে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি রাসেল ও জাকিরুলকে গ্রেফতার করা হয়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ, কে.এম আজমিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ গাইবান্ধা মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.