সাদপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে মানিকছড়িতে প্রতিবাদী মানববন্ধন

- আপডেট সময় : ০৮:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ মুক্তার হোসাইন (চট্টগ্রাম প্রতিনিধি)টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে গভীর রাতে অতর্কিত হামলার প্রতিবাদ এবং এঘটনায় সা’দপন্থীরা জড়িত দাবী করে তাদের গ্রেফতার, বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়ি প্রতিবাদী মানববন্ধন করেছে খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার আমতল মোড়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল আল-ফরিদী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসাইন, আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, তিনটহরী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি রমিজুল করিম আন-নাছিরী, মানিকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, খতিব মাওলানা নুরুল কবির ও মাওলানা মুফতি ইমরান হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গেল ১৮ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমার মাঠে সা’দপন্থীদের নেক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাই। পাশাপাশি কুরআন, নবী ও সাহাবীদের সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে ইসলাম নিয়ে বিভ্রান্ত সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে কঠোর হওয়ার অনুরোধ জানান’।