সাতক্ষীরা সদর থানার বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সাতক্ষীরা সদর থানার বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৬ জুলাই মঙ্গলবার সাতক্ষীরা সদর থানার আয়োজনে কাল বিকালে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৩নং লাবসা ইউনিয়ন বিট অফিসার এস আই তাকবীর হোসেন সভাপতিত্বে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম। তিনি বলেন বিট পুলিশিং কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে হবে। আপনারা নিজ এলাকায় কোন দুস্কৃতিকারীদের দেখতে পেলে পুলিশকে খবর দিন মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু ও আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধ যথাযথ ভূমিকা রাখবেন। এলাকার নাশকতা, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। পুলিশ জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব মুহিদুল ইসলাম, সভাপতিত্ব করেন বিট অফিসার এস আই তাকবীর হোসাইন। আরও উপস্থিত ছিলেন জনাব কনস্টেবল জনাব মাসুদদর রহমান, জনাব এএস আই বোরাহান শেখ,জনাব ইন্সপেক্টর এম এম সেলিম, তদন্ত অফিসার এসআই জনাব তুহিন।
উপস্থাপনায় করেন শেখ আব্দুল আলিম, সভাপতি লাবসা ইউনিয়ন বিট পুলিশিং কমিটি। এসময় আরও উপস্থিত ছিলেন হাফেজ ইউনুস আলী, বিশ্বনাথ মন্ডল ইউপি সদস্য, ১নং ওয়ার্ড ফিদাউস ইসলাম, মিষ্টি মহিলা ইউপি সদস্য। মো: মনিরুল ইসলাম নং৯, কাজী মনিরুল ইসলাম নং৫, নজিবুর রহমান (টুটুল) নং৮, মো: বাপ্পি হোসেন নং ৩,আসাদুজ্জামান নং ৪, মো: মনিরুজ্জামান নং ২, মো: আলী হোসেন নং৬,
এই সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ সদস্যবৃন্দ, নিয়ামত আলী গ্রাম পুলিশ, মো: মাহমুদ আলী গ্রাম পুলিশ, মো: আব্বাস আলী গ্রাম পুলিশ, মো: তরিকুল ইসলাম গ্রাম পুলিশ, মো: শহিদুল ইসলাম গ্রাম পুলিশ, মো: রজ্জব আলী গ্রাম পুলিশ, মো: আব্দুল করিম গ্রাম পুলিশ, মো: আব্দুল খালেক গ্রাম পুলিশ প্রমুখ।##