সাতক্ষীরা সদর উপজেলা সর্ববৃহৎ পবিত্র ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন

- আপডেট সময় : ০৭:২৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

জিএমআবু জাফর (সাতক্ষীরা জেলা প্রতিনিধি):
আজ১১ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার পাঁচ নম্বর শিবপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড খানপুর সর্ববৃহৎ ঈদের জামাত সম্পূর্ণ হয়। খানপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা সর্ববৃহৎ নামাজের জামাতে হাজার হাজার তৌহিদি মুসলিম জনতা ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করেন।
ঈদুল ফিতরের নামাজে ইমামতিত্বো করেন দক্ষিণবঙ্গের শিক্ষা অনুরাগি পীরে কামেল আলহাজ্ব আবুল হাসান রহমতুল্লাহআলাহি এর সুযোগ্য ছোট সাহেবজাদা হযরত মাওলানা আবু জাফর মোঃ মোবাশ্বির তিনি ছারছিনা দরবার শরীফের ছাত্র।
এ সময় ঈদুল ফিতরের নামাজে ময়দানে উপস্থিত ছিলেন,আলহাজ্ব এলাহি বক্সে রহমাতুল্লাআলাইহি দাদা হুজুর পীর কেবলা এর সুযোগ্য পত্র আলহাজ্ব মাওলানা হোসাইন আহমেদ খানপুরি তিনি ঈদুল ফিতরের করেন।আরও উপস্থিত ছিলেন, দক্ষিণবঙ্গের শিক্ষা অনুরাগি পীরে কামেল আলহাজ্ব আবুল হাসান রহমতুল্লাহআলাহি এর সুযোগ্য বড় সাহেবজাদা আলহাজ্ব মাওলানা মহসিন আল-মঞ্জুর,সভাপতি, খানপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হযরত মাওলানা ওহিদুজ্জামান অত্র মাদ্রাসার শিক্ষক, হযরত মাওলানা বাকিবিল্লাহ, হযরত মাওলানা আরিফ বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী গফ্ফার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম সাহেব, এবং সকল স্তরের মুসলিম উম্মাহ ঈদুল ফিতরের নামাজের জামাতে উপস্থিত ছিলেন।