সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা শ্যামনগরের নুরনগর এলাকায় সেনাবাহিনীর হাতে ৩ চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৪৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৮১৩ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:-সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে মোঃ লিটন হোসেন গাজী (৩০) ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১৪ মার্চ) তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তর লিটনের দুই সহযোগী হলেন, শ্যামনগর পৌরসভার ইসমাইলপুর গ্রামের আবু বক্কর সরদারের ছেলে সাগর হোসেন ও কৈখালী ইউনিয়নের শিবচন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আবির হাসান আশিক।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ ক্যাম্পে দায়িত্বরত মেজর মোঃ ফাহিমের নেতৃত্বে নূরনগর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ওই এলাকার শীর্ষ চাঁদাবাজ লিটনকে তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।