সাতক্ষীরা শহরের কাছারি পাড়া মোড়স্থ অরিন এন্টারপ্রাইজ উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ
- আপডেট সময় : ০৯:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে

জিএম আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা শহরের কাছারি পাড়া মোড়স্থ অরিন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী এম এম মজনুর ব্যক্তিগত উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে অরিন এন্টারপ্রাইজের অফিসের সামনে খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান। এ সময় ভ্যানচালক, ইজিবাইক চালক, স্কুল কলেজগামী শিক্ষার্থী ও পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ ওবায়দুল্লাহ গজনফর, দলিল লেখক শেখ আজাদ হোসেন, জাহাঙ্গীর আলম মুন্না, সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদু, সাংবাদিক হাফিজুর রহমান, এম বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুল মাতিন, কামরুল হাসান, জিএম সাইফুল ইসলাম বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


























