সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন

- আপডেট সময় : ০৯:২১:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগী, প্রতিনিধি:-
এস দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে তারুণ্যের উৎসব শুভ উদ্বোধন ঘোষণা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ এ ডাঃ বুলবুল কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, ডি আর এম আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মোঃ মহসিন আলী ও সহকারি অধ্যাপক ইকবাল হোসেন, শিমুরেজা এমপি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, রোকেয়া মুনছুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস, নলতা রেসিডেন্সিয়াল কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুন নবী, উপজেলা ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, আবু ঈসা, আমির হামজা, তাসনিমুল হাসান রাফি, মোছাম্মৎ বিউটি, মোছাম্মৎ রেবেকা প্রমূখ। পরে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। একই দিন বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও উপজেলা অফিসার্স ক্লাবে তারুণ্যের উৎসব উপলক্ষে ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রথম রাউন্ডে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারে হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এর পক্ষে ও বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতায় জয় লাভ করেন সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়, ললতা মাধ্যমিক বিদ্যালয়, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয় ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ জানুয়ারি সকালে উপজেলা মাঠে কাবাডি প্রতিযোগিতা ও বিকালে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি সকালে উপজেলা অফিসার ক্লাবে প্রশিক্ষণ কর্মশালা, বিকালে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।