সাতক্ষীরা কালিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

- আপডেট সময় : ০৫:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:-
সাতক্ষীরা কালীগঞ্জে পৃথক দু,টি সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২ জন। প্রথম ঘটনায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র ভাটা শ্রমিক আকবর আলী (২৪) সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১০ টার দিকে মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক আকবর আলী মারা যায় । অপর আরেকটি পৃথক ঘটনায় বেলা ১১ টার দিকে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কালিকাপুর গ্রামের গফফার ঢালীর পুত্র আব্দুর রহমান ওরফে আসমত ঢ়ালী (৩০) তার স্ত্রী শিরীনা খাতুনকে (২২) নিয়ে কালিগঞ্জ আসার পথে একতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির অফিসের কাছে পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে একটি ইঞ্জিন চালিত মোটর ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী দু,জন রক্তাক্ত জখম হয়। ওই সময় স্থানীয়রা ট্রলি চালক আনিসুর রহমানকে উত্তেজিত জনতা আটকে রাখে। পরে আহত দু,জনকে অ্যাম্বুলেন্স যোগে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে। ওই সময় বালু ভর্তি ট্রাক চালককে বিক্ষিপ্ত জনতা পুলিশে সোপর্দ করে।