সাতক্ষীরার শ্যামনগরে রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ৩ এমপি, উপজেলা চেয়ারম্যানসহ অভিযুক্ত ২৯ জন আটক ৩ জন

- আপডেট সময় : ০৭:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:-
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন, এস এম জগলুল হায়দার ও এইচ এম গোলাম রেজা এবং শ্যামনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদসহ মোট ২৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) শ্যামনগর থানায় দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তারা সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার চালানো, অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। এছাড়া, দেশের নিরাপত্তার জন্য হুমিকর বিস্ফোরক দ্রব্য হেফাজতে রাখারও অভিযোগ আনা হয়েছে।
মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি আরও ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
এদিকে, মামলার ভিত্তিতে যুবলীগ নেতা স.ম. আব্দুর ছাত্তারসহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।