সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘনায় দুই যুবক নিহত।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘনায় দুই যুবক নিহত।
সাতক্ষীরার রিপোর্টার
আশাশুনিতে সড়ক দুর্ঘনায় নিহত দুই আহত এক সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে নির্মাণাধীন একটি ব্রিজে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।
এঘটনায় আহত হয়েছে একজন।
বুধবার (৬মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাঁদাকাটি বাঁকা সড়কের শ্রীধরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের নয়ন ঘোষ (১৮) একই গ্রামের উইলিয়াম (১৮)। এছাড়া আহত হয়েছে কর্নেল ঘোষ(১৭)।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বিষয়টি নিশ্চতি করে জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যারা মৃতদেহ দুটি উদ্ধার করেছে। এছাড়া আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।