সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, নানি আহত

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরার বহেরায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দেবহাটা উপজেলার বহেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, শুক্রবার সেকেন্দ্রা থেকে শিশু আলী হাসান নানাবাড়ি যাচ্ছিল। নানির সাথে আলী হাসান বহেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে (ঢাকা মেট্রো-চ ৫১-৫৮১২) মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এসময় শিশু আলী হাসান ঘটনাস্থলে মারা যায় এবং তার নানী গুরুত্বর আহত হন। স্থানীয় সাধারণ মানুষ তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি শুনেছি। দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।