সাতক্ষীরায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে হারিয়ে বন্ধু আড্ডা ক্রিকেট একাদশের জয়
- আপডেট সময় : ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
শনিবার ৬ ডিসেম্বর সাতক্ষীরায় অনুষ্ঠিত একটি জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচে সম্মিলিত ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা একাদশকে ৬ উইকেটে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছে বন্ধু আড্ডা ক্রিকেট একাদশ। সুলতানপুর পিটিআই মাঠে অনুষ্ঠিত এই খেলায় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে বজায় থাকা পারস্পরিক সৌহার্দ্য ও খেলোয়াড়সুলভ মানসিকতা দর্শকদের মন জয় করেছে।
শীতের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং বিপুল দর্শকসমাগমে ম্যাচটি ছিল অত্যন্ত উপভোগ্য। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্যাংকার্স অ্যাসোসিয়েশন দল। নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ৯৮ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে বন্ধু আড্ডা ক্রিকেট একাদশ তাদের শক্তিশালী ব্যাটিং প্রদর্শন করে, এবং ১৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
বন্ধু আড্ডা ক্রিকেট একাদশের নেতৃত্বে ছিলেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী ইরাদা মোজাফফার খান। এই দলে জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকারের মেঝো দাদা ও অভিজ্ঞ ক্রিকেটার পুষ্পেন সরকার ছাড়াও ছিলেন মোঃ মোছায়েত হোসেন জ্যোতি, মোঃ আখতারুজ্জামান, জুয়েল হাসান, শেখ জামান হোসেন তাপস , সজিব হোসেন, পিয়াস হোসেন, পলাশ ও পারভেজ সেতু প্রমুখ।
অন্যদিকে, সম্মিলিত ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা একাদশকে নেতৃত্ব দেন আল আরাফাহ ইসলামী ব্যাংক, সাতক্ষীরা শাখার এসপিও মোঃ কবিরউদ্দীন। দলের উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে ছিলেন সোনালী ব্যাংক, সখিপুর শাখার ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, শাহাদাত হোসেন, দেবব্রত বিশ্বাস, মোঃ দিদারুল আলম জনি, রাজু আহমেদ, হিমাংশু মন্ডল, মোখলেছুর রহমান সহ অন্যান্যরা।
খেলা শেষে মনোজ্ঞ প্রীতিভোজের আয়োজন করা হয়। আম্পায়ারিং সহ পুরো ইভেন্টটির সফল পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সাতক্ষীরা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস। প্রীতিভোজের সার্বিক দায়িত্ব পালন করেন মোছায়েত হোসেন জ্যোতি। খেলায় জয়-পরাজয়ের চেয়েও দুই দলের মধ্যে সৃষ্টি হওয়া ভ্রাতৃত্ব, আনন্দ ও সম্প্রীতির পরিবেশই দর্শকদের কাছে প্রধান আকর্ষণ ছিল।



















