সাতক্ষীরায় বাড়ির মালিককে বাসা ভাড়া না দিয়ে বাসা থেকে পালিয়ে উল্টো মালিককে জীবননাশের হুমকি

- আপডেট সময় : ০৯:১৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে

বিউটি খাতুন,স্টাফ রিপোর্টার বাংলাদেশঃ
সাতক্ষীরা সদর উপজেলার মুনজিতপুরে বাড়ির মালিককে বাসা ভাড়া না দিয়ে বাসা থেকে পালিয়ে মালিককে জীবননাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। মুনজিতপুরে টালিঘরের পিছনে বসবাসরত আব্দুল কালাম বলেন, শ্যামনগর উপজেলার মারিয়া সুলতানা সাতক্ষীরা সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি পড়াশোনার উদ্দেশ্য সাতক্ষীরায় আসেন।গত সাত -আট মাস ধরে আমার বাসার তিন তলায় ভাড়া থাকেন। কিন্তু দীর্ঘ রাত করে বাসায় ফেরা, বখাটে ছেলেদের সাথে চলাফেরা ও দীর্ঘ দিন বাসা ভাড়া না দেওয়ায় আমি ক্ষিপ্ত হয়ে বাসা ছাড়তে বলি। জানুয়ারি মাসের পাঁচ তারিখে তার বাসা ছাড়ার কথা ছিল। কিন্তু তিনি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সকাল সাতটায় বাসা থেকে পালিয়ে মুন্সিপাড়ায় আহাদ চৌধুরীর বাসায় ভাড়াটিয়া হিসেবে উঠে জিনিসপত্র রেখে শ্যামনগরে চলে যান।পরে বাড়ির মালিককে বলিলে তিনি বলেন,সে যদি ঠিক মত বাসা ভাড়া দেয় তাকে আমি রাখবো। পরে মারিয়ার 01991859553 নাম্বারে ফোন করিলে তার ছেলেকে উঠিয়ে নিয়ে যাবে বলে হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাড়িওয়ালা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।